রবিবার, ০৪ Jun ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ন
চাটখিল প্রতিনিধি :: এক সাথে ধরেছি হাত সমাজ উন্নয়নে করবো কাজ এই ঘোষণার দিয়ে শুক্রবার বিকেলে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের মধ্য পরকোট আব্বাস মার্কেটের সামনে প্রজন্ম তরুন সংঘ নামে ১টি সামাজিক সংগঠনের আত্ম প্রকাশ ঘটেছে। এই উপলক্ষে সংগঠনের সভাপতি ফয়েজ আহম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান ও চাটখিল থানা ওসি ( তদন্ত) দুলাল মিয়া।
বক্তব্য রাখেন সমাজ সেবক জাকির হোসেন রায়হান, সফিকুর রহমান, দিদার হোসেন পাপ্পু, ইউসুফ মজুমদার, ইউপি সদস্য আব্দুর করিম।
সভায় সংগঠনের উদ্যেক্তারা তাদের বক্তব্যে বলেন, পরকোট ইউনিয়ন কে মাদক মুক্ত করার প্রত্যয় নিয়ে সামাজের অসহায়দের সহযোগীতাসহ সামাজিক উন্নয়নে কাজ করার উদ্দেশ্যে এই সংগঠন গড়ে তোলা হয়েছে।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্য সংগঠন কে সার্বিক সহযোগিতা করবেন বলে ঘোষণা দেন। সভা পরিচালনা করেন ফারুক হোসেন।