শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে র্বগাচাষী কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে লক্ষ্মীপুরের রায়পুরে কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে শ্রমিক সঙ্কট। কঠিন পরিস্থিতি সামলাতে তাদের পাশে এসে দাঁড়িয়েছে সরকার। নানাভাবে তাদের দেওয়া হচ্ছে উৎসাহ-সহযোগিতা।

ফলশ্রুতিতে সঙ্কটময় এমন সময়ে হাতগুটিয়ে বসে নেই বাংলাদেশ আওয়ামী যুবলীগ। প্রধানমন্ত্রী আহবানে জেলা যুবলীগের নির্দেশে রায়পুর উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে দক্ষিণ চরবংশী ইউনিয়নের আখন বাজার এলাকার বর্গাচাষী বাসেদ আখনের এক একর জমির ধান কেটে মাড়াই দেন রায়পুর উপজেলা যুবলীগ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া, যুগ্ন আহবায়ক কৌশিক আহম্মেদ সোহেল, জহির হোসেন পাটোয়ারী, সদস্য গনি সর্দার ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দসহ প্রমূখ।উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মামুন বিন জাকারিয়া ও যুগ্ম আহ্বায়ক কৌশিক সোহেল বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহবানে জেলা যুবলীগের নির্দেশে ৮ নং দক্ষিন চর বংশী র্বগাচাষী বাসেদ আখন ১ একর জমি ধান কেটে দিলাম। এই ধান কাটা চলমান থাকবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: