সোমবার, ০৫ Jun ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর সোনাইমুড়ীতে মাস্ক না পরায় মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল। মঙ্গলবার সকাল ১১টার দিকে সোনাইমুড়ীর বাজারের গুরুত্বপূর্ণ স্পটে এ ভ্রাম্যমান পরিচালনা করা হয়। এ সময় অযথা বাইরে ঘুরাঘুরির দায়ে স্বাস্থ্য বিধি না মানার জন্য ১৩টি মামলায় জরিমানা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল বলেন, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। করোনার সংক্রামন এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিৎ। সরকারের নির্দেশ মোতাবেক আমাদের অভিযান অব্যাহত থাকবে।