রবিবার, ০৪ Jun ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন
হাসান মাহমুদ মুক্তি, মেঘনা প্রতিনিধি :: বেগম রোকেয়া দিবস এবং নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ উপলক্ষে মেঘনা উপজেলায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
আজ ৯ ডিসেম্বর ২০২০ মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান সকালে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা নির্বাহি অফিসার প্রবীর কুমার রায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মাহমুদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন সিকদার।
মেঘনা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ৩ ক্যাটাগরিতে জয়িতা নির্ধারণ করে তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
এদের মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোছাম্মদ ছালমা আক্তার। সফল জননী নারী হিসেবে মোছাম্মদ রাবেয়া বসরী এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দমে জীবন শুরু করেছেন যে নারী। এই তিন ক্যাটাগরির জয়িতাদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।