বুধবার, ০৭ Jun ২০২৩, ০৫:০৫ পূর্বাহ্ন
রুহুল আমিন, লালমাই (কুমিল্লা) প্রতিনিধি :: কুমিল্লায় লালমাই উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম এর নেতৃত্বে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও র্যালি সফল ও স্বার্থক করতে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধি সহ উপজেলাধীন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।