শনিবার, ০৩ Jun ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
নোয়াখালী থেকে ইয়াকুব নবী ইমন :: নাগরিকদের নিরাপত্তার সুবিধার্থে সিসি টিভি ক্যামরার আওতায় আনা হয়েছে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরা আবাসিক এলাকা। গতকাল সন্ধায় এর উদ্বোধন করেন নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন।
উত্তরা কমিউনিটি ফোরামের সভাপতি এ এস এম আরিফ হোসেন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার, ফোরামের সম্পাদক মো. মোস্তফা, সাংবাদিক মোতাছিম বিল্লাহ সবুজসহ অনেকে।
উত্তরা কমিউনিটি ফোরাম প্রধান সড়কে সিসি টিভি ক্যামরা স্থানের উদ্যোগ গ্রহন করে। এর মাধ্যমে এলাকায় সামাজিক অপরাধ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।