সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

শিবালয়ে টিসিবি খাদ্য সামগ্রী বিক্রয়ের উদ্বোধন করেন ইউএনও

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: মহামারী করোনা ভাইরাস (কোভিড -১৯) পরিস্থিতিতে জনস্বার্থে ও ঈদুল ফিতর ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমান চিনি, খেজুর, মসুর ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন। শিবালয় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও শিবালয় উপজেলা নবাগত সহকারী কমিশনার ভূমি এস এম আবু দারদা। সার্বিক ব্যবস্থাপনায় তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষ যাতে সহজে নায্যমূল্যে মানসম্মত পুষ্টিকর জরুরী পণ্য পায় তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিসিবির মাধ্যমে ভ্রাম্যমান পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। তিনি সকলকে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলার উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান আনিছ সহ শিবালয় উপজেলা টিসিবি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: