সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘর ভস্মীভূত

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে শতাধিক ঘর ও ৩০টির বেশি দোকান পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানানো হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান চৌধুরী জানান, আজ সকালে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে শতাধিক রোহিঙ্গা ঘর ও ৩০টির বেশি দোকান পুড়ে যায়। উখিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে পাঁচজন রোহিঙ্গা নাগরিক আহত হয়েছেন। তঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: