সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চাঁদপুর সমিতির সভাপতি

নিউজ ডেস্ক :: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি প্রবাসী বাংলাদেশীদের মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। আজ সোমবার (১২ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মালয়েশিয়াস্থ চাঁদপুর সমিতি’র সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম নুরুল ইসলাম (৪৯)। এর আগে অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রাজধানী কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ব্যাক্তি জীবনে সদা হাস্যোজ্জল, মৃদুভাষী ও সদালাপী সেলিম নুরুল ইসলাম জীবদ্দশায় সবসময় অসহায় মানুষের জন্য ছিলেন নিবেদিত। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির মাঝে। নিহতের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

চাঁদপুর জেলার মতলব উপজেলার উত্তর মুক্তির কান্দি গ্রামের মো: নুরুল ইসলাম মিয়ার সন্তান মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ। তিনি চাঁদপুর সমিতি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতিও।

১৯৯৮ সালে মালয়েশিয়া আসেন সেলিম, চাকুরি নেন দেশটির বিখ্যাত সুপার শপ হানিফায়। পরে ২০০৩ সালে স্বল্প পুঁজি দিয়ে শুরু করেন নিজস্ব ব্যবসা। সততা আর কর্মনিষ্ঠার মাধ্যমে কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র মসজিদ ইন্ডিয়ার এস. এল. মিতালী এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। অল্পদিনেই সকলের কাছে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান তিনি।

২০০৩ সালে সেলিম নুরুল ইসলাম ভালোবেসে বিয়ে করেন মালয়েশিয়ান মেয়ে লিজমা বিনতে মাইদিনকে। এ দম্পতির ঘরে রয়েছে ১ মেয়ে ২ ছেলে।

কেএফ


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: