সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা চাঁদপুরে কঠোর লকডাউন চলছে

চাঁদপুর প্রতিনিধি :: গতকাল ২৩ জুলাই, শুক্রবার সকাল থেকেই চাঁদপুরে কঠোর লকডাউন চলছে। লকডাউন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে চোখে পড়ার মতো সেনাবাহিনীর তৎপরতা।

চাঁদপুর শহরের বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে। ফলে রিকসা ও খাদ্য – ঔষধ বহনকারী এবং চিকিৎসা পরিসেবা গাড়ী ছাড়া কোন যানবাহন চলাচল করছে না। বিনা প্রয়োজনে মানুষ বের হচ্ছে কি না -এ ব্যাপারেও ব্যাখ্যা চাওয়া হচ্ছে।

করোনা মহামারি থেকে রক্ষা পেতে স্বেচ্ছাসেবক বাহিনী সচেতনতামূলক কাজ করছে। এতে করে বেশিরভাগ সাধারণ মানুষ মাস্ক পরিধান করছে।

সবকিছু মিলে চাঁদপুর শহর ছাড়াও উপজেলাগুলোতেও প্রশাসনের তৎপরতা রয়েছে। তবে গ্রামের বাজারগুলোতে জনসাধারণের ভীড় লক্ষনীয়।

পর্যবেক্ষক মহল মনে করছে, এভাবে কঠোরতার মধ্য দিয়ে লকডাউন মেনে চললে সফলতা পাওয়া যাবে। এর পাশাপাশি কর্মহীন মানুষের মাঝে ব্যাপকভাবে ত্রাণ তৎপরতার প্রয়োজন রয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রম প্রয়োজনের তুলনায় অতি নগন্য।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: