শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

খুলনার রুপসায় মন্দির প্রতিমা ভাংচুর এর প্রতিবাদে বান্দরবানে মানববদ্ধন

বান্দরবান প্রতিনিধি :: ৭ই আগস্ট খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে ও দেশে প্রতিনিয়ত চলমান সংখ্যালঘুদের মন্দির,বাড়িঘর,দোকানপাটের উপর হামলা ,ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এবং কথিত ধর্মীয় অনুভুতির নামে সংখ্যালঘুদের নির্বিচারে ধরপাকড় ও নির্যাতনের প্রতিবাদে বান্দরবানে মানববদ্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় বান্দরবান প্রেস ক্লাব প্রাঙ্গণে আশীর্বাদ সংঘ বান্দরবান পার্বত্য জেলার ব্যানারে আহব্বায়ক সুমন দাশের নেতৃ্ত্বে এ মানববদ্ধন অনুষ্টিত হয়।

এতে আশীর্বাদ সংঘের আহব্বায়ক সুমন দাশ,অন্যান্য সদস্যবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের সচেতন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। উক্ত বিষয়ে সুমন দাশ সংখ্যালঘুদের উপর এই নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দাবি করেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: