সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন

নবায়নযোগ্য জ্বালানীতে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ বাড়াতে হবে

মোংলা প্রতিনিধি :: ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের এক প্রতিনিধিদল খুলনা জেলার মোংলায় অবস্থিত ১০০ মেগাওয়াট (এসি) পিভি বেইজড গ্রীড সোলার পার্ক প্রকল্প পরিদর্শন করেছেন।

রবিবার (০৩ অক্টোবর) ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহবায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক এবং বাসন্তী চাকমা এমপি অরিয়ন গ্রুপের এনারগন রিউনিবেলস (বিডি) লিমিটেডের বাস্তবায়নাধীন প্রকল্পটি পরিদর্শন করেন।

অরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়েদুল করিম প্রকল্পটির নানা বিষয় প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। এসময় ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের প্রতিনিধিদল নবায়নযোগ্য জ্বালানী খাতে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ বাড়ানোর আহবান জানান।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: