সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

নোয়াখালীতে লকডাউন সফল করতে তৃতীয় দিনের মতো সদর উপজেলা এসিল্যান্ড এর অভিযান

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : লকডাউন কার্যকরে আজ ১৭ জুন ২০২০ সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত টানা ৩য় দিনের অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট মোহাম্মদ জাকারিয়া।

তিনি পৌর বাজার ও দত্তের হাট বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় ৭ জন দোকানদারকে ৭ মামলায় ১৬ হাজার পাঁচশত টাকা এবং গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে ৭ মামলায় ৬ হাজার টাকা সহ মোট ১৪ মামলায় ২২ হাজার পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

আজকের মোবাইল কোর্টে সহযোগীতা করেন সুধারাম থানা পুলিশ।

তিনি বলেন, জরিমানা আসলে মুখ্য নয় আমাদের কাজ হচ্ছে জনসাধারণকে সচেতন করা। কোভিড-১৯ এ মারা গেলে অনেক সময় নিজের খুব কাছের প্রিয়জন ও কিন্তু শেষবার দেখার জন্য কাছে আসেনা। এবার সময় হয়েছে একটু সতর্ক হন। অহেতুক কাজের অজুহাত দেখিয়ে শুধু শুধু ঘর থেকে বের হবেন না। বাসায় অবস্থান করুন আর নিজ এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: