রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

সাবেক পূর্ত ও স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল আবদুল মান্নান সিদ্দিকী’র ২ মে ২২তম মৃত্যুবার্ষিকী

মতিনুজ্জামান মিটু : সাবেক পূর্ত ও স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল আবদুল মান্নান সিদ্দিকী’র ২ মে ২২তম মৃত্যুবার্ষিকী। তাঁর কণ্যা ডা. মালিহা মান্নান জানান, ২০০০ সালের ২ মে জেনারেল মান্নান মারা যান। উল্লেখ্য, মেজর জেনারেল মান্নান সিদ্দিকী (অব.) বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স এবং কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন।

পরে তিনি বাংলাদেশ সরকারের পূর্ত ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮২-৮৩ সালে পূর্তমন্ত্রী থাকাকালে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কার ও সম্প্রসারণ এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদ আধুনিকায়নের কাজ শেষ করেন। চাকরি শেষে তিনি ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: