সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

২৫ তম গাজীপুর জেলা কারাতে প্রতিযোগীতা ২০২২ অনুষ্ঠিত

গাজীপুর জেলা প্রতিনিধি :: গতকাল ১৭ জুন শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের নাট মন্দিরে ২৫ তম গাজীপুর জেলা কারাতে প্রতিযোগীতা ২০২২ অনুষ্ঠিত হয় । গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কারাতে অগ্নিমাতা) সদস্য (যুগ্ন সচিব) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রনালয়ের শাহনওয়াজ দিলরুবা খান।

সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বোধন করেন বাংলাদেশ ওয়াদোকাই কারাতে ফেডারেশন এর চেয়ারম্যান নাজমুল মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজীপুর জেলা কারাতে এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবু সাঈদ,। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাশসক(সার্বিক) মোসা:নাসরিন পারভীন, গাজীপুর জেলা প্রশাসকের পতিœ নিঝুম বিন্দিয়া। অনুষ্ঠানে গাজীপুর সদর ও বিভিন্ন উপজেলার কারাতে একাডেমির স্কুল এবং কলেজের ১৮২জন শিক্ষার্থী এ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। এ তিযোগীতায় বাংলাদেশ কারাতে ফেডারেশন এর রেফারী ও বিচারকগণ উপস্থিত ছিলেন।

কারাতে প্রতিযোগীতায় ১ম পুরস্কার স্বর্ণপদক লাভ করেন ৪১জন কারাতে শিক্ষার্থী, ২য় পুরস্কার রৌপ্য লাভ করেন ৩৪ জন, ব্রঞ্চ লাভ করেন ৩৪জন। সার্বিক সহযোগীতায় জেলা কারাতে এসোসিয়েশন এর সভাপতি মার্শাল শাহজাদা এবং সহকারী প্রশিক্ষক আনিছুর রহমান আনিছ সকলকে ধন্যবাদ জানিয়ে বৈরি আবহাওয়ার মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় অনুষ্ঠানটি সফল ভাবে শেষ হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: