রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময় সভা করেছে শিবালয় থানা পুলিশ

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : শিবালয় থানায় গতকাল ২২ সেপ্টেম্বর ২০২২ শিবালয় থানার বিভিন্ন স্থানে শারদীয় দূর্গা পূজায় নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা

শিবালয় থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ  শাহনূর এ আলমের  সভাপতিত্ব

আয়োজন করা হয়। মতবিনিময় সভায় শিবালয় থানার বিভিন্ন মন্দিরের সভাপতি, সম্পাদক, মসজিদের ঈমাম-মুয়াজ্জিন, স্কুল-কলেজ-মাদ্রাসা প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, শিবালয় উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দসহ সুধী সমাজের প্রায় তিন শতাধিক লোক অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদ্য পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, শিবালয়  উপজেলা নির্বাহী অফিসার  মোঃ জাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অপু মোহন্ত, নূরজাহান লাবনী, শিবালয় থানা কমিউনিটি পুলিশের  সভাপতি আব্দুর রহিম খান, প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর, পূজা উদ্যাপন পরিষদ সভাপতি রথীন সাহা, সম্পাদক সুকুমার সরকার, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস এবং ইউপি চেয়ারম্যান আব্বাস আলী প্রমূখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে পূজারীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার  বলেন, শিবালয় উপজেলায় এবার ৯১টি মন্ডপে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি চলছে। যা অতিত রেকর্ডের চাইতে অনেক বেশি। প্রতিটি মন্ডপে নিরাপত্তা নিশ্চিতে মন্দির প্রাঙ্গণে সিসি টিভি ক্যামেরা স্থাপন করতে হবে। মসজিদে আযান-নামাজের সময়ে শব্দযন্ত্র বন্ধ রাখতে হবে। মন্ডপে আগত পূণ্যার্থী ও দর্শনার্থীরা ভারি ব্যাগ-পুটুলি বহন যাতে না করে সে দিকে নজর রাখতে হবে। গাড়ী বা মোটর সাইকেল শোভাযাত্রা না করাসহ পুজার শেষ দিনের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনসহ  সকলকে অবশ্যই নানা বিধিবিধান মেনে চলতে হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: