সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে ‘স্কুল-সামগ্রী’ বিতরণ

নিউজ ডেস্ক : নিউইয়র্কে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশিসহ প্রায় ৯’শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে ব্যাগ, খাতা, কলম ইত্যাদি বিতরণ করেছে ‘মজুমদার ফাউন্ডেশন’। গত ১ সেপ্টেম্বর ব্রঙ্কসের ১২২২ হোয়াইট প্লেইন্স রোডে ২১ সেপ্টেম্বর শুরু হওয়া শিক্ষাবর্ষে নতুন ক্লাসে যোগদান করতে যাওয়া ছাত্র-ছাত্রীরা এসব সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে।

উল্লেখ্য, প্রবাসে কমিউনিটি সার্ভিসে প্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ এন মজুমদার প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের উদ্যোগে এটি ছিল ৪র্থ বার্ষিক স্কুল সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

স্কুল সাপ্লাইজ বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ‘মজুমদার ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার। ফাউন্ডেশনের পরিচালক রাশেদ মজুমদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন স্থানীয় কাউন্সিলম্যান ফার্নান্ডো ক্যাবরেরা, অ্যাটর্নি ব্রুস ফিশার, বাংলাদেশ সোসইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দর রহিম হাওলাদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সিপিএ আহাদ আলী, নিউইয়র্ক পুলিশের অফিসার মাহবুবুর জুয়েল, কমিউনিটি এ্যাক্টিভিস্ট মনজুর চৌধুরী জগলুল, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মনিকা রায় চৌধুরী, কবি নাসরিন চৌধুরী, রফিকুল ইসলাম, কপিল চৌধুরী, জামাল হুসেন, হাজী খবির উদ্দিন ভুইয়া, মিয়া মো. দাউদ, নজরুল হক, মোজাফফর হোসেন, এ ইসলাম মামুন, মো. সালমা সুমি, মোহাম্মদ আলী, জালাল চৌধুরী, মান্না মুনতাসির, রুকন হাকিম, আব্দুল খালেক, মনিরুল আলম দিপু, নুর উদ্দিন, তানিম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে কৃতি-ছাত্রী সাকিয়া আফরিন শ্রাবণী এবং অনন্যা কাজী ছাড়াও সমাজকর্মে নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে সম্মাননা প্রদান করা হয় মনজুর চৌধুরী জগলুল, জাকির এইচ চৌধুরী, সাব্বির গুল, আম্বিয়া অন্তরাকেও।

মোহাম্মদ এন মজুমদার বলেন, মজুমদার ফাউন্ডেশন ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেও প্রতিষ্ঠানটি অনানুষ্ঠানিকভাবে ২০০৫ সাল থেকে নানাভাবে কমিউনিটির সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিকটিমদের সহায়তা প্রদান অন্যতম।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: