শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বিনামূল্যে ৪০ কোটি বই বিতরণ শফিউল আলম চৌধুরী নাদেল

সিলেট প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বছরের প্রথম সপ্তাহে বিনামূল্যে ৪০ কোটি বই বিতরণের নজির বিশ্বের কোথাও নেই। কিন্তু সেটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ বিগত কয়েক বছর যাবৎ করে যাচ্ছে। নানা সীমাবদ্ধতা, ঘাটতি থাকার পরও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অনগ্রসর শিক্ষার উন্নয়নে এমন নজির সৃষ্টি করেছেন। কেবল বিনামূল্যে বই-ই নয়, শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে ঝরে পড়া রোধ করেছেন। শিক্ষার উন্নয়ন ছাড়া এগিয়ে যাওয়া কোনভাবেই সম্ভব নয়। তাই তিনি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে নানামুখি উন্নয়ন করে যাচ্ছেন। অবকাটামোর উন্নয়নের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তন এসেছে। কেবল শিক্ষা নয়, সর্বক্ষেত্রে নানামুখি পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বার্ষিক মিলাদ মাহফিল, বিদায়ী সংবর্ধনা, বৃত্তি প্রদান ও বই বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত শাহজালাল দরগাহ শরীফের মোতায়াল্লি ও মোল্লারগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফতেউল্লাহ-আল-আমান। অনুষ্ঠান পরিচালনা করেন ম্যানেজিং কমিটির সদস্য কুতুব উদ্দিন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাদেল বলেন, আমরা পুরাতন বই সংগ্রহ করে লেখাপড়া করেছি। আর এখন বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বই তোমাদের হাতে তুলে দেওয়া হয়। বই পেলে শুধু হবে না, মন দিয়ে লেখাপড়া করে ভালো ফলাফল করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। তিনি তথ্য প্রযুক্তির অপব্যবহার না করার পরামর্শ দিয়ে সঠিক ব্যবহারের মাধ্যমে নানামুখি জ্ঞানার্জন করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, মোল্লারগাঁও উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি আব্দুল মন্নান, বারাকা পাওয়ারের এমডি মন্জুর সাফি চৌধুরী, মোল্লারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমেষ চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা আছন মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী, মডার্ন একাডেমির চেয়ারম্যান আব্দুল মনাফ, প্রভাষক সেলিম আহমদ, প্রভাষক শরিফ উদ্দিন, সাংবাদিক ওলিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য সাবেক মেম্বার আব্দুল লতিফ লালা। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার, সুমন আহমদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফিজ ফয়সল অহমদ। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি মুক্তাদীর আহমদ মুক্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ, বিশিষ্ট শিল্পপতি হাজী সুন্দর আলী, সাংবাদিক এম রহমান ফারুক, কান্দিগাঁও ইউপি সদস্য শাহনুর আলম, আরিফ আহমদ সুমন, শেখ শাহবাজ, শাহাব উদ্দিন, হাজী আসলম আলী, কয়েছ আহমদ, আব্দুল জলিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: