মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ অপরাহ্ন
মোংলা থেকে মোঃ নূর আলম : মোংলা পৌর আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নে করোনায় কাজ হারিয়ে খাদ্য সংকটে পড়া দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৯ এপ্রিল বুধবার সকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে পৌর এলাকার প্রায় ৫শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, পেয়াজ, লবণ ও সাবান দেয়া হয়েছে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আঃ রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।