শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

মোংলায় ভাতার টাকা হাতিয়ে নেয়ার হ্যাকার চক্রের সদস্য আটক

মোংলা থেকে মোঃ নূর আলম : মোংলা উপজেলার চিলা ইউনিয়নের দরিদ্র পরিবারে বিকাশে আসা মাতৃত্বকালীন ভাতার টাকা হাতিয়ে নেয়ার হ্যাকার চক্রের সদস্য সিয়াম চৌধুরকে (২২) ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে থানা পুলিশ শামসুর রহমান রোডের নিজ বাসা থেকে গ্রেফতার করে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুরে থানায় গণমাধ্যম কর্মিদের প্রেস ব্রিফিং এ জানান জয়মনি গ্রামের পলি রানী মল্লিক স্বামী বিনয় মন্ডল’র ২৮ এপ্রিলে করা জিডি’র মাধ্যমে জানা যায় ২৭ এপ্রিল চিলা ইউনিয়নের ২০/২৫ টি দরিদ্র পরিবারে মোবাইলে বিকাশ অ্যাকাউন্টে মাতৃত্বকালীন ভাতার টাকা আসে।

একই দিনে এক ঘন্টার মধ্যেই একটি হ্যাকার চক্র ডিজিটাল প্রতারনার মাধ্যমে সেন্ড মানি করে টাকা গুলি হাতিয়ে নেয়। প্রতারক চক্র ০১৯২৩১৭৫৩৯৮ নম্বর মোবাইল ব্যবহার করে টাকা গুলি হাতিয়ে নেয়। জিডির পরিপ্রেক্ষিতে মানবকি দায়িত্ব পালনের অংশ হিসেবে মোংলা সার্কেল’র সহকারি পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল’র নেতৃত্বে অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, ওসি তদন্ত তুহিন মন্ডল এবং এস আই লিটন বিশ্বাস তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযানের এক পর্যায়ে প্রতারক চক্রের সদস্য সিয়াম চৌধুরীকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আটক করা হয়।

বিকাশ অ্যাকাউন্টে ৫০ হাজার টাকার ক্যাশ আউট’র মোটিভের সূত্র ধরে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত যুবক সিয়াম চৌধুরী মোংলার শামসুর রহমানের রোডের মোঃ বাবুল চৌধুরীর ছেলে। সিয়াম চৌধুরী স্থানীয় বিকাশ এজেন্ট’র কর্মচারি ছিলো বলে জানা যায়। আটক আসামী প্রাথমিক জিঞ্গাসাবাদে অপরাধের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। অন্যদিকে চিলা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ওলিয়ার জানান বিকাশের গোপন পিনকোড ব্যবহার করে ৭০াট দরিদ্র পরিবারের প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

বৃহস্পতিবার দুপুর ২টায় প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন মোংলা সার্কেল’র সহকারি পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, ওসি তদন্ত তুহিন মন্ডল, প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মোতালেব, আহসান হাবিব হাসান, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী প্রমূখ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: