সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:৪৬ অপরাহ্ন
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে অসহায় দুই শতাধিক শীতার্থ ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে আক্কেলপুর থানা চত্বরে এই শীত বস্ত্র বিতরণ করেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম)।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাজ্জাদ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. তরিকুল ইসলাম, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ খানসহ থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা।