শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

ঝিনাইদহে ডক্টরস সেফটি বুথ স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ডক্টরস সেফটি বুথ স্থাপন করে বন্ধু সংগঠন রাইট ফ্রেন্ডস সোসাইটি ও ব্যাচ ‘৯৮ (কাঞ্চননগর স্কুল) এর যৌথ উদ্যোগে ঝিনাইদহ সদর হাসপাতালের ফ্লু কর্নারে ।

গত বৃহস্পতিবার বিকেলে বুথটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. আয়ুব আলী ও আরএমও ডা. অপূর্ব কুমার সাহাসহ আরও অনেকে।

করোনা আতঙ্কের মধ্যে হাসপাতালে সেবা নিতে আসা কোনো রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, সেবিকা এবং অন্যান্যরা ঝুঁকির মধ্যে না পড়েন এবং রোগীরাও যাতে সুরক্ষিত থাকেন সেজন্য এ চেম্বার চালু করা হয়েছে।সম্পূর্ণ কাচ দিয়ে ঘেরা এই চেম্বারের মধ্যে চিকিৎসক অবস্থান করবেন। সামনের দুটি ছিদ্র দিয়ে গ্লাভস পরা হাত বের করে রোগীদের সেবা প্রদান করা হবে।

আউটডোরে এবং জরুরি বিভাগে আসা রোগীরা এখান থেকেই সেবা নিবেন। যাদের ভর্তি হওয়া প্রয়োজন তাদের স্ব-স্ব ওয়ার্ডে পাঠানো হবে। তবে গুরুতর জখম রোগী জরুরি বিভাগে গিয়েই চিকিৎসা নেবেন। চেম্বারে স্থাপন করা সাউন্ড সিস্টেমের মাধ্যমে চিকিৎসক এবং বাইরে থাকা রোগীর মধ্যে কথোপকথন হবে।এসময় বন্ধু সংগঠন রাইট ফ্রেন্ডস সোসাইটির প্রতিনিধি শাহীনূর আলম লিটন বলেন, দেশের করোনা যদ্ধে ফ্রন্ট লাইন যোদ্ধা চিকিৎসকদের নিরাপত্তার দরকার সবার আগে। এর আগে নড়াইল সদর হাসপাতালে এমন একটি বুথ স্থাপন হওয়ার খবরে আমরা উৎসাহ বোধ করি। আজ আমাদের বন্ধু সংগঠন থেকে ঝিনাইদহেও এমন একটি বুথ করা হলো।

আমরা মনে করি এটি স্খাপনের মাধ্যমে চিকিৎসকরা নিরাপদে থেকে চিকিৎসা সেবা দিতে সক্ষম হবে। যার ফলে ডাক্তারদের নিরাপত্তার পাশাপাশি রোগীদের চিকিৎসা সেবাও নিশ্চিত হবে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, সদর হাসপাতালের ফ্লু কর্নারে ডক্টরস সেফটি বুথ স্থাপন করার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বন্ধু সংগঠন রাইট ফ্রেন্ডস সোসাইটি ও ব্যাচ ‘৯৮ (কাঞ্চননগর স্কুল) কে জানাই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন ও শুভেচ্ছা।

তিনি আরও বলেন প্রিয় মাতৃভূমির এই ক্রান্তিকালীন মূহুর্তে আপনাদের এই অবদান আমরা গভীরে ভাবে স্মরণ করবো। আপনারা সুস্থ থাকুন এবং আমাদের সকলের পাশে থাকুন। আমরা আপনাদের সকলের সুস্থ্যতার জন্য আছি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: