মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন নোয়াখালীতে দুর্বৃত্তরা ঘর আগুনে পুড়ে দিয়েছে, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সুবর্ণচরে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ঢাকা আরিচা মহাসড়কের মসুরিয়ায় নামে এক অজ্ঞাত ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় নিহত চাটখিলে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে ঈদ উপহার বিতরণ

ক্লাব বিশ্বকাপের ফাইনালে বায়ার্ন

নিউজ ডেস্ক :: ক্লাব বিশ্বকাপের ফাইনালে গেল বায়ার্ন মিউনিখ। রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে মিশরের দল আল আহলিকে হারিয়েছে তারা। আগামী বৃহস্পতিবার ফাইনাল ম্যাচে মেক্সিকোর দল তাইগ্রেসের মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়নরা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আল আহলিকে ২-০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। খেলার দুই অর্ধে দুটি গোল করে দলকে ফাইনালে নিয়ে যান লেভানদোভস্কি।

ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় ২০১৩ আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন। সের্গে জিনাব্রির পাসে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন চলতি বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কি। প্রথমার্ধের বাকি সময়ে ব্যবধান বাড়তে দেননি আল আহলির গোলরক্ষক মোহামেদ এল শেনাউয়ি। বায়ার্নের বেশ কয়েকটি আক্রমণকে রুখে দেন এই গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি জোড়ালো আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি বায়ার্ন। তবে ম্যাচের ৮৫তম মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন লেভানদোভস্কি। ডান দিকের বাইলাইনের কাছ থেকে লেরয় সানের ক্রসে হেডে বল জালে পাঠান গত বছরের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়।

রোববারের প্রথম সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ১-০ গোলে হারিয়ে উত্তর আমেরিকার প্রথম দল হিসেবে প্রতিযোগিতাটির ফাইনালে ওঠে মেক্সিকোর তাইগ্রেস। এডুকেশন সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবারের ফাইনালে তাইগ্রেসের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।
এএইচ/এসএ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: