মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান সকল ধরণের পরীক্ষা স্থগিত

সিলেট প্রতিনিধি :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান সকল ধরণের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি নির্দেশে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় এবং ১৭ মে আবাসিক হল খুলে দেওয়া হবে।

অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের চলমান পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারের নির্দেশ আমরা অমান্য করতে পারবো না। তাই তাদের পরীক্ষাও স্থগিত করা হলো।

তবে যাদের ১টি পরীক্ষা অথবা শুধুমাত্র ভাইবা বাকি আছে তাদের ক্ষেত্রে কি ধরণের সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, সবার জন্য একই সিদ্ধান্ত। কারণ আমরা যদি তাদের এখন পরীক্ষা নিতে যাই তখন একটা বিতর্ক সৃষ্টি হবে। এর ফলে সরকার থেকে চাপ আসবে আমাদের ওপর। তাই আমরা এই ঝুঁকি নিতে চাই না।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: