শনিবার, ০৩ Jun ২০২৩, ১১:২৯ অপরাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি :: সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক মানুষ গড়ে তোলার আন্দোলন সামনে রেখে সিরাজগঞ্জে উদ্বোধন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক স্মৃতি পাঠাগার। সোমবার জেলা শহরের চৌরাস্তার মোড়ে প্রেস ক্লাবসংলগ্ন দোতলায় পাঠাগার উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক সমকালের সহকারী সম্পাদক ইমতিয়ার শামীম।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন। কমরেড আবু বক্কার ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ সরকার, অধ্যক্ষ করুণা রানী সাহা, নাট্যব্যক্তিত্ব ও আলোক নির্দেশক ঠান্ডু রায়হান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন জাসদ নেতা আব্দুল হাই তালুকদার, সিপিবি নেতা ইসমাইল হোসেন, বাসদ নেতা সরোয়ার্দ্দি খান, নবকুমার কর্মকার প্রমুখ।