শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী উজিরপুরে সৎসঙ্গ ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত শিবালয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপন

সিলেট জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় পাশে থাকব- মেয়র আরিফুল হক চৌধুরী

সিলেট প্রতিনিধি :: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিক তাঁদের কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। তাঁদের পেশাদারিতে এই ক্লাবটি অনেক দূর এগিয়ে গেছে। এই ক্লাবের অগ্রযাত্রায় সবসময় পাশে ছিলাম এবং পাশে থাকব।

রোববার রাত নয়টায় নগরের পূর্ব জিন্দাবাজারস্থ সিলমার্ট কমপ্লেক্সের তৃতীয়তলায় সিলেট জেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, সিলেট জেলা প্রেসক্লাবে অনেক প্রবীণ সাংবাদিক আছেন, তাঁদের হাত ধরে নবীনরাও এগিয়ে যাচ্ছেন। এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে সিলেট জেলা প্রেসক্লাবের মাধ্যমে সিলেটের শতবর্ষের ঐতিহ্যবাহী সাংবাদিকতাও সমৃদ্ধ হবে।

সিলেট নগরীর উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যমকর্মীরাও অগ্রণী ভূমিকা রাখছেন। সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেলের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।

বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সালাম মশরুর, লিয়াকত শাহ ফরিদী, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য রেজওয়ান আহমদ, সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন, সিনিয়র সদস্য ফখরুল ইসলাম, ফয়সল আহমদ বাবলু, মতিউল বারী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, উজ্জ্বল মেহেদী, কার্যনির্বাহী সদস্য আবুল মোহাম্মদ, হাবিবুর রহমান হাবিব।

উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এস. সুটন সিংহ, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সুলতান আহমদ, নির্বাহী সদস্য ইউসুফ আলী, মাহমুদ হোসাইন, আমিনুল ইসলাম রোকন ও মিঠু দাস জয়।

এছাড়াও সাবেক দপ্তর সম্পাদক মো. ইমরান আহমদ, সদস্য মামুন হাসান, রবি কিরণ সিংহ, সুব্রত দাস, রনজিৎ কুমার সিংহ, সাবেক ক্রীড়া সম্পাদক মো. ওলিউর রহমান, আশরাফ চৌধুরী রাজু,এমদাদুল হক সোহাগ, অমিতা সিনহা, সাবেক নির্বাহী সদস্য মো. শাহীন আহমদ, শেখ মো. লুৎফুর রহমান, মো. ইয়াহ্ইয়া মারুফ, মো. আনোয়ার হোসেন, দিব্য জ্যোতি সী, শাহজাহান সেলিম বুলবুল, আহমেদ জামিল, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, ছাদেক আহমদ আজাদ, জিকরুল ইসলাম, মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: