শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে এডিডি উদ্যোগে প্রতিবন্ধী পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

 অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবেল্ডের (এডিডি) উদ্যোগে তৃতীয় ধাপে সংস্থার ১০০ জন প্রতিবন্ধী শিশুর পরিবারের মাঝে গতকাল বুধবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

দুপুর ১২টায় পৌরএলাকার হাজীমোড়স্থ সংস্থার কার্যালয়ে ১০০ জন প্রতিবন্ধী শিশুর পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী তুলে দেন সংস্থার নির্বাহী পরিচালক ডা. আহাদুজ্জামান সোহাগ। এসময় উপস্থিত ছিলেন চিলড্রেন কেয়ারার পূর্ণিমা দত্ত, কমিউনিটি মোবাইলাইজার রাসেল মাহমুদ, চিলড্রেন কেয়ারার জান্নাতুল ফেরদৌস, চিলড্রেন কেয়ারার তাহাবুল ইসলাম, স্পেশাল নীড টিচার আশরাফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ প্রমুখ।

সংস্থার নির্বাহী পরিচালক ডা. আহাদুজ্জামান সোহাগ বলেন, দেশে করোনা দুর্যোগের প্রথম থেকেই সংস্থার উদ্যোগে সংস্থার ১০০জন প্রতিবন্ধী শিশুর পরিবারকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। তৃতীয় ধাপে গতকাল বুধবার খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আটা, লবন, পেয়াজ, চিনি, সেমাই, লাচ্ছা, দুধ, সাবান ও ডিটার্জেন পাউডার সম্মিলিত ৩০ কেজির খাদ্যসামগ্রী ভর্তি বস্তা প্রদান করা হয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: