বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

কুয়াকাটায় বাংলাদেশ স্কাউট রোভার’র বীচ ক্লিনিং অনুষ্ঠিত।

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাদেশ স্কাউট পটুয়াখালী জেলা রোভার’র বার্ষিক কর্মসূচির আওতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার ও গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও বীচ ক্লিনিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কুয়াকাটা সী বীচে আলোচনা সভায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান, কুয়াকাটায় পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, জেলা রোভার (এলটি) কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অতিথিরাসহ রোভার স্কাউটের সদস্যরা সৈকতের সী-বীচে পরে থাকা খাবারের প্যাকেটসহ প্লাস্টিকের বর্জ্য ক্লিন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল’র রোভার স্কাউট ইউনিটের সম্পাদক মুহাম্মদ আবু হানিফ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: