শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

সুন্দরবনের করমজলে কুমির পিলপিল ৪৪টি ডিম পেড়েছে

মোংলা থেকে মোঃ নূর আলম : সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে ১২ জুন শুক্রবার সকালে কুমির পিলপিল ৪৪টি ডিম পেড়েছে। এর আগে গত ২৯ মে কুমির জুলিয়েট ৫২টি ডিম দিয়েছিলো। ডিম পাড়ার ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে ডিম থেকে কুমির ছানা ফোটার সম্ভাবনা রয়েছে।

সুন্দরবনের করমজল বন্যপ্রণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান শুক্রবার সকালে বাংলাদেশের একমাত্র করমজল সরকারি কুমির প্রজনন কেন্দ্রের কুমির পিলপিল ৪৪টি ডিম পেড়েছে। এরমধ্যে ২১টি ডিম পিলপিলের বাসায় এবং ২৩টি ডিম ইনকিউবেটরে ( নির্দিষ্ট তাপমাত্রায় ) রাখা হয়েছে। এর

আগে গত ২৯ মে কুমির জুলিয়েট ৫২টি ডিম পেড়েছে। যার মধ্যে ১৪টি ডিম জুলিয়েটের নিজের বাসায় এবং ৩৮টি ডিম ইনকিউবেটরে ( নির্দিষ্ট তাপমাত্রায় ) রাখা হয়েছে। ডিম পাড়ার ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে ডিম থেকে কুমির ছানা ফুটে বের হবে। এবার ভালো ফলাফল আশা করছেন করমজল কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: