বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

মোংলায় রূপান্তরের নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময়

মোংলা থেকে মো. নূর আলম : অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ২০ এপ্রিল বুধবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে মোংলা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার।

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. এস এম ফয়সাল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার-উল কুৃদ্দুস, উপসহকারি কৃষি কর্মকর্তা শেখ মাসুম বিল্লাহ ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের প্রতিনিধি শেখ আফজাল হোসেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের অপরাজিতা প্রকল্পের কর্মকর্তা আতাবুর রহমান টিপু।

মতবিনিময় সভা পরিচালনা করেন অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারি দীপ্তি রায়। মতবিনিময় সভায় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অনেক অগ্রগতি থাকলেও নারীর পূর্ণ মর্যাদা, ক্ষমতা ও অধিকার বাস্তবায়নের সংগ্রাম জারি রাখতে হবে। বক্তারা সামাজিক-মানবিক দৃষ্টিভংগি ও মূল্যবোধের পরিবর্তনের মাধ্যমে নারী-পুরুষের সাম্যের সমাজ প্রতিষ্ঠায় নারী-পুরুষ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: