মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম
সুন্দরগঞ্জে নাতি বউকে ধর্ষণ চেষ্টা ধামা চাপা দিতে হত্যার হুমকি  ইমারত নির্মাণে কাউন্সিলরের বাঁধা, ভুয়া প্রকৌশলী সাজিয়ে চাঁদা আদায়ের অভিযোগ শিবালয় থানার আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও দুর্গাপূজা বিষয়ক মতবিনিময় শ্রীবরদীতে নবাগত ওসির সাথে জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের মতবিনিময় ভিসা প্রক্রিয়াকরণে কর্মী‌দের হয়রা‌নিতে রাষ্ট্রদূ‌তের উষ্মা প্রকাশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন বাংলাদেশি তোরসা সাকিবকে রেখেই ধর্মশালা চলে গেল মিরাজরা আইনের দোহাইয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় পদার্থের নোবেল রাজশাহীতে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী পালিত

আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র নির্বাচনে বিজয়ী সাংবাদিক আলতাব

হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক কাজী আলতাব হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে ৫ ভোট পেয়ে সাংবাদিক কাজী আলতার হোসেন সভাপতি পদে বিজয়ী হলেও ৪ ভোট পেয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান পরাজিত হয়েছেন।

জানা গেছে, ওই বিদ্যালয়ের সভাপতি পদে হাতীবান্ধা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী আলতাব হোসেনকে নির্বাচিত করতে সুপারিশ পত্র (ডিও) প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন।

নির্বাচনের আগে নির্বাচন কমিশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্ন্দপ নারায়ন রায় সাংবাদিক কাজী আলতাব হোসেনের পক্ষে সংসদ সদস্যের সুপারিশ পত্র (ডিও) উপস্থাপন করেন। এ সময় ওই সুপারিশ পত্র (ডিও) গ্রহন না করে নিবাচনের দাবী করেন পরিচলানা কমিটি’র সদস্য ব্যাংকার সফিকুল ইসলাম। ফলে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান সভাপতি প্রার্থী হন।

পরে সদস্যদের ভোটে ৫ ভোট পেয়ে সাংবাদিক কাজী আলতার হোসেন সভাপতি পদে বিজয়ী হলেও ৪ ভোট পেয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান পরাজিত হয়েছেন। হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্ন্দপ নারায়ন রায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবি ক্যাপশন- আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক কাজী আলতাব হোসেন নির্বাচিত হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্ন্দপ নারায়ন রায় প্রত্যয়ন পত্র প্রদান করেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: