বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

ফেনীতে প্রথম দিনে অনুপস্থিত ৬৩ পরীক্ষার্থী

ফেনীতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৬৩ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। সোমবার এসএসসির বাংলা আবশ্যিক এবং দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় তারা উপস্থিত হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সজল কুমার দাস জানান, এবার ফেনী জেলার ৬টি উপজেলায় এসএসসি ১২ হাজার ৫৫৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ১২ হাজার ৫৫২৮ শিক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৩৭ জন।

একইভাবে দাখিলে ৪ হাজার ৩৮৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৪ হাজার ৩৫৬৫ শিক্ষার্থী। এখানে ২৪ শিক্ষার্থী পরীক্ষা দিতে আসেননি।

এছাড়া এসএসসি ভোকেশনালে ৭৬৯ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন ৭৬৭ শিক্ষার্থী। ভোকেশনালে ২ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এবার জেলার ৬টি উপজেলার ৩৫টি কেন্দ্রে ২৯৫টি প্রতিষ্ঠানে ১৭ হাজার ৭৪৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

এসএসসিতে ১৯টি কেন্দ্রে ১৭৭টি বিদ্যালয় থেকে ১২ হাজার ৫৫৬ শিক্ষার্থী, দাখিলে ৯টি কেন্দ্রে ১০১টি মাদ্রাসার ৪ হাজার ৩৮৯ শিক্ষার্থী, এসএসসি ভোকেশনালে ৬টি কেন্দ্রে ৮টি বিদ্যালয়ের ৭৬৯ শিক্ষার্থী ও দাখিল ভোকেশনালের ১টি কেন্দ্রে ৩২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: