সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম
শিশুদের হাতে ২০৪১ এর বাংলাদেশের চাবিকাঠি- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না: প্রধানমন্ত্রী বাজেট প্রত্যাখ্যান করে বাসদ এর বিক্ষোভ অনুষ্ঠিত দেশ ছেড়ে পালানোর অভ্যাস বিএনপির, আওয়ামী লীগের নেই: এনামুল হক শামীম ষড়যন্ত্র করে হুমকি দিয়ে শেখ হাসিনাকে থামানো যাবে না : মায়া সুন্দরগঞ্জে তিস্তা নদী ভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ শামীম ফেনী জেলা জাতীয় পার্টির সহসভাপতি মানু মিয়া পাটোয়ারীকে হত্যার চেষ্টা অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক বিজিবি সদস্যকে উদ্ধার শিবালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অতিরিক্ত ভর্তি নেওয়ায় ৩ বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা

তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা না মানায় তাদের ১০ লাখ টাকা করে জরিমানা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বাংলাদেশ বার কাউন্সিলের এ-সংক্রান্ত করা তিনটি রিভিউ (আদেশ পুনর্বিবেচনা) আবেদন নিষ্পত্তি করে রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেয়।

বিশ্ববিদ্যালয়গুলো হলো ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামিয়া ইউনিভার্সিটি ও সাউথ-ইস্ট ইউনিভার্সিটি।

সর্বোচ্চ আদালতের আদেশে বলা হয়েছে, ইস্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইসলামিয়া ইউনিভার্সিটিকে জরিমানা বাবদ (১০ লাখ টাকা করে) অর্থ রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতালের লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে জমা দিতে হবে।

আর সাউথ-ইস্ট ইউনিভার্সিটিকে জরিমানার ১০ লাখ টাকা কিডনি ফাউন্ডেশনে জমা দিতে হবে। একই সঙ্গে টাকা জমা দেওয়ার রসিদ বার কাউন্সিলে জমা দেওয়ার পর ওই তিন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়াসহ ফরম পূরণের অনুমতি দিতে হবে।

আদালতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। বার কাউন্সিলের পক্ষে ছিলেন আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

২০১৪ সালের এপ্রিলে ইউজিসির জারি করা একটি নির্দেশনায় বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আইন বিভাগে প্রতিটি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।

এরপর গত বছরের ১ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিল এক বিজ্ঞপ্তিতে জানায়, যদি কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিটি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করে তবে শিক্ষার্থীদের আইনজীবী সনদ পরীক্ষার রেজিস্ট্রেশন দেওয়া হবে না।

এরপর ১১টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজারের মতো শিক্ষার্থী বিভিন্ন সময়ে বার কাউন্সিলের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: