শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে বোরো ধান ক্ষেতে বিষ প্রয়োগে করে আয়নালের স্বপ্ন পুরে ছাই

শহীদুল ইসলাম শহীদ, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে হুড়া ভায়াখা গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ তিন বিঘা জমির আধাপাকা বোরো ধান ক্ষেতে বিষ প্রযোগ করে ফসল বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকায় চলছে নানা জল্পনা কল্পনা। অভিজ্ঞ মহলের দাবি এ কেমন শত্রুতা। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ আয়নালের পরিবারটি।

জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের আয়নাল হকের সাথে প্রতিবেশি ফুল মিয়াদের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায় ১২ এপ্রিল রাতের আধারে ফুল মিয়ার লোকজন বিরোধপূর্ণ তিন বিঘা জমিতে ফসল নষ্টকারী কীটনাশক ওষুধ প্রয়োগ করে। এ সময় বেশ কয়েকজন প্রত‍্যক্ষ দর্শী ওষুধ প্রয়োগের বিষয়টি দেখে ফেলে। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

অভিযোগ কারি আয়নাল হক জানান, পৈতৃক জমি-জমা নিয়ে দীর্ঘ দিন ধরে ফুল মিয়ার লোকজন বিরোধপূর্ণ তিনবিঘা জমি জবর দখল করার চেষ্টা চালিয়ে আসছিল। এমনকি ফসলের ক্ষতি সাধনের বিষয়টি বিভিন্ন মাধ্যমে বলাবলি করছিল। সেই সূত্রধরে বোরো ধানক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল বিনষ্ট করে। এতে প্রায় একলাখ টাকার ক্ষতি সাধান হয়েছে।

ফুল মিয়া জানান, জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে, এটি সত্য । তবে ধানক্ষেতে আয়নাল হকের লোজন বিষ প্রয়োগ করে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিব জানান, এটি অন্যায়। যাই হোক না কেন ধান ক্ষেতে ফসল নষ্টকারি কীটনাশক প্রয়োগ করা কোন ক্রমেই উচিত হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) মো. মাসুদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: