সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩ অপরাহ্ন
পদবঞ্চিতদের সঙ্গে সমঝোতার পর ক্যাম্পাসে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটির নেতারা। কমিটি ঘোষণার চারদিন পর ক্যাম্পাসে এসে কর্মীদের ফুলেল শুভেচ্ছা পেয়েছেন তারা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ক্যাম্পাসে আসেন নতুন সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবসহ ৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে পদ পাওয়া নেতারা।
গেলো শনিবার ছাত্রলীগের ৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরদিন থেকেই নতুন সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন কাঙ্ক্ষিত পদ না পাওয়া কাজী লিংকন, শাহিনুল ইসলাম সরকার ডন, দুর্জয়, বনিসহ বেশ কয়েকজন নেতা। নতুন কমিটিকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। নতুন সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের রুমে ভাঙচুরও চালানো হয়। মঙ্গলবার বিকেলেও বিশ্ববিদ্যালয়ের দুটি ফটকে তালা ঝুলিয়ে দেন পদবঞ্চিত এসব নেতা। পরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের হস্তক্ষেপে দু’পক্ষ সমঝোতায় আসে।