বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

মোংলা পৌর নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকুন-মেয়র খালেক

মোংলা থেকে মোঃ নূর আলম : মোংলা পোর্ট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে দলকে প্রস্তুতি নিতে হবে। যোগ্য প্রার্থীকে দল মনোনায়ন দিবে। পৌর নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ থাকুন।

মোংলা পোর্ট পৌরসভার উন্নয়ন কর্মকান্ড আওয়ামীলীগ সরকারই করেছে। আওয়ামীলীগ যদি বাঁধা দিতো তাহলে পৌরসভার উন্নয়ন কর্মকান্ড সম্ভব হতো না। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে দলীয় কার্য্যালয়ে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত দলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।

আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সেখ আব্দুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। এর আগে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি’র পক্ষ থেকে মোংলা বন্দর শ্রমিক কর্মচারি সংঘের মাঠে করোনায় কর্মহীন সাতশো দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হ্ওালাদার, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজিন, ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন, যুবলীগ নেতা শেখ আল মামুন, মোঃ কবির হোসেন, ছাত্রলীগ নেতা শিকদার ইয়াসিন আরাফাত, শেখ শাহরুখ বাপী, সজিব খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান তালুকদার প্রমূখ।

খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মুখে মাস্ক পরতে হবে। নিজের সাবধানতা নিজেকে অবলম্বন করতে হবে। করোনাকালে সীমিত আকারে দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে হবে। মাদকাসক্তি কোন ব্যক্তিকে আওয়ামলীগের কমিটিতে কোথাও রাখা যাবে না।

এর আগে সকাল সাড়ে ১০টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মোংলা উপজেলা নির্বাহি অফিসারের কার্য্যালয়ে সরকারি কর্মকতা এবং জনপ্রতিনিধিদের সাথে সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নেন এবং সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি বিষয়ে সন্তোষ প্রকাশ করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। জুমার নামাজ এবং মধ্যাহ্ন ভোজ শেষে বিকেলে কেসিসি মেয়র খুলনার উদ্দ্যেশ্যে মোংলা ত্যাগ করেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: