শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পূর্বাহ্ন
অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নিজস্ব কার্যালয়ের দলিল সম্পাদন বা নিবন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টন ইআরএফ আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের দলিল সম্পাদন করা হয়।
দলিলে স্বাক্ষর করেন ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল ও ডেভেলপার কোম্পানি আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম বরকত উল্লাহ।
এ সময় সংগঠনের সাবেক সভাপতি শামসুল হক জাহিদ, মনোয়ার হোসেন, জাকারিয়া কাজল, নাজমুল আহসান, মো. খাজা মঈনুদ্দিন, সুলতান মাহমুদ বাদল, সহ-সভাপতি সৈয়দ শাহনেওয়াজ করিম, সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, বদিউল আলম ও জিয়াউর রহমানসহ সংগঠনের অন্য নেতারা।
উল্লেখ্য, ইআরএফ তার নিজস্ব কার্যালয় স্থাপনে ২০১৮ সালের ৬ আগস্ট ৪ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে পুরানা পল্টনের পল্টন টাওয়ারে ৪ হাজার ৯৮০ বর্গফুট বাণিজ্যিক স্পেস ক্রয় করে।