বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আরও ৭ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ১৫

ঠাকুরগাঁও প্রতিনিধি : উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।

সোমবার (২৭ এপ্রিল)রাত ৮ টায়রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এ কে এম নুরন্নবী লাইজু ও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত ব্যক্তিদের ৪জনের বাসা হরিপুর উপজেলায়, ২ জনের পীরগঞ্জ উপজেলায় এবং একজনের বালিয়াডাঙ্গী উপজেলায়। তবে তারা কিভাবে করোনা আক্রান্ত হলেন এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে গতকাল রবিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় গাজীপুর ফেরত এক যুবক, মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা ফেরত এক যুবতী, শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত এক যুবক, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ৭ বছরের কন্যা শিশুসহ ২ জন এবং শনিবার (১১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত ৩ যুবকের শরীরে করোনা শনাক্তের খবর আইইডিসিআরের বরাত দিয়ে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: