শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও কর্নেট সাংস্কৃতিক সংসদের বিজয় দিবস উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি :: বিজয় দিবস’২০ উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে শহীদ নাম ফলক বেধীতে মোমবাতি প্রজ্বলন ও সামাজিক দুরত্ব মেনে সংক্ষিপ্ত আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী বলেন গত আট বছর ধরে এই মাঠে আমরা নিয়মিত ভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস কে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে ১৫ দিনব্যাপী বিজয় ও সাংস্কৃতিক মেলা উদযাপন করে আসছি। এবার করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত আকারে সামাজিক দুুরত্ব মেনে এ দিবস পালন করছি।

তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে নুতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে আমাদের সকলের দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি শামিম ফেরদৌস টগড়। তিনি স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধুর নেতৃত্বের উপর আলোকপাত করেন।

মোমবাতি প্রজ্বলন শেষে কবিতা আবৃত্তি করা হয়। ঐতিহ্যবাহী সংগঠন কর্নেট সাংস্কৃতিক সংসদ ১৯৮২ সাল থেকে জেলার সাংস্কৃতিক অংঙ্গনে বিশেষ ভুমিকা রাখছে বলে দাবি করেন এলাকাবাসী।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: