রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষের উপহার হিসেবে ভূমিহীনরা গৃহ পাবেন

মোংলা প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। যার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার হিসেবে ভূমিহীন-গৃহহীন সকল মানুষ গৃহ পাবেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে বুকে ধারন করে দুখী মানুষের মুখে হাসি ফোঁটাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ জানুয়ারি শনিবার সকালে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে ভূমিহীন ও গৃহহীন
পরিবারকে জমি এবং গৃহ প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।

শনিবার সকাল ১০টায় জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান ও থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী। গৃহ প্রদান অনুষ্ঠান সঞ্চালনায়
ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, দৈনিক সুন্দরবন পত্রিকার সম্পাদক সেখ হেমায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান নাহিদ, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ
তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ই¯্রাফিল হোসেন, ইউপিচেয়ারম্যান গাজী আকবর হোসেন প্রমূখ। উল্ল্যেখ্য মোংলা উপজেলায় ৮৭লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৫০টি ঘর মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে প্রদান করেন।

এছাড়া শনিবার সকালে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের তত্ত¡বধানে ঐচ্ছিক তহবিল হতে ১০জনকে ৫০ হাজার টাকা, টিআর’র ১ম-২য় পর্যায়ের ১১০টি প্রকল্পের আওতায় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ৮৯ লাখ ৮১ হাজার ৬৫৫ টাকার টাকার ডিও এবং কাবিটা’র ১ম-২য় পর্যায়ের ৩৯টি প্রকল্প’র আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ১ কোটি ২৪ লাখ ৯২ হাজার ৫৫৪ টাকার ডিও প্রদান করেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: