সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন

মনোবল হারাবেন না, ফ্রন্টলাইন যোদ্ধাদের কাদের

করোনাভাইরাস সংকট মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের মনোবল না হারানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সম্মুখসারির যোদ্ধাদের দৃঢ় মনোবলই দেশের করোনাভাইরাস মোকাবিলার কার্যকর হাতিয়ার।’

আজ সোমবার দুপুরে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী আরো বলেন, ‘ফ্রন্টলাইনে যারা কাজ করছেন, আপনারা কোনো অবস্থাতেই মনোবল হারাবেন না। শেখ হাসিনা সরকার আপনাদের সঙ্গে আছে, পুরো জাতি আপনাদের পাশে আছে।’

‘আপনারা সাহসের সঙ্গে অবিরাম এই যুদ্ধে লড়াই করে যাচ্ছেন। আপনারাই প্রকৃত করোনাযোদ্ধা। ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে আপনারা সত্যিকারের দেশপ্রেমের পরিচয় দিচ্ছেন। আপনাদের দৃঢ় মনোবলই দেশের করোনা মোকাবিলার কার্যকর হাতিয়ার।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমি দেশের জনগণকেও অনুরোধ করব, সংকটে মনোবল হারাবেন না। জীবন-সংগ্রামে প্রতিকূল পরিস্থিতিতে সাঁতার কাটতে অভ্যস্থ একজন নেত্রী শেখ হাসিনা আমাদের সঙ্গে রয়েছেন।’ সারা দেশে ধানকাটা নিয়ে উদ্বেগের অবসান হয়েছে বলেও উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষিমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে ৮০ ভাগ ধান কাটা হয়ে গেছে। ধানকাটা নিয়ে উদ্বেগের অবসান হলো। আমাদের দলীয় কর্মীরাও সারা দেশে ধানকাটায় অংশ নিয়েছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রতিক এক জরিপে এসেছে, বিশ্বের ৬৬টি উদীয়মান অর্থনীতির মধ্যে বাংলাদেশ নবম স্থানে রয়েছে। পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। খাদ্য নিরাপত্তার অবস্থা সন্তোষজনক।’

সামাজিক দূরত্ব না মানলে করোনাভাইরাসের সংক্রমণ আরো বাড়বে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘সংক্রমণের দিক থেকে বহু দেশের তুলনায় আমরা এখনো ভালো থাকলেও সামনের দিনগুলোর পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে, অনেকেরই এমন আশঙ্কা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এখন সামাজিক দূরত্ব, ঘরে থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কোনো বিকল্প নেই। তা না হলে আমাদের দুর্বলতায় করোনা আরো বিধ্বংসী হয়ে উঠবে।’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে আওয়ামী লীগ যে ত্রাণ বিতরণ করেছে তার তালিকা প্রণয়ন করে দলীয় সভানেত্রীর কার্যালয়ে পঠানোর আহ্বানও জানান ওবায়দুল কাদের।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: