মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

পাটুরিয়া ঘাটে ফেরি না থাকায় ট্রলারে নদী পার হচ্ছেন অনেক যাত্রী

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: ১৬ এপ্রিল ২০২১ লকডাউন এর তৃতীয় দিন, কঠোর নজরদারিতে আছে পাটুরিয়া ঘাট, প্রত্যেকটি ফেরি চলাচল বন্ধ। জরুরী প্রয়োজনে মাত্র তিনটি ফেরি দিয়ে অ্যাম্বুলেন্স এবং জরুরী প্রয়োজনীয় গাড়িগুলো পার করছেন ফেরি কর্তৃপক্ষ।

ফেরিতে যাত্রী বহন নিষিদ্ধ থাকার কারণে কোন ফেরিতে যাত্রী তুলছেন না ফেরি কর্তৃপক্ষ। কিন্তু অনেক যাত্রী অজুহাত দেখাচ্ছেন, রাতে ফেরি চলাচল করে বলেই তারা ঘাটে আসছেন। কিন্তু ফেরিঘাট কর্তৃপক্ষ তাদেরকে ফেরিতে তুলছেন না, এতে বিপদে আছেন অনেক যাত্রী ।ফেরিতে না নেওয়ার কারণে অনেকেই ২৫ টাকার ভাড়া ২০০ টাকা দিয়ে ট্রলারে পার হচ্ছেন পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে। মানছেন না কোন সামাজিক দূরত্ব এবং মাস্ক ছাড়াই পারাপার হচ্ছেন ট্রলারে। অনেক যাত্রী নিয়ে পারাপার করছেন ট্রলার চালকেরা। এতে করোনার ঝুঁকি কমার থেকে বাড়বে অনেক বেশি এমনটাই মনে করছেন মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব মানা সাধারণ মানুষ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: