মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন

টানা বৃষ্টির সম্ভাবনা নেই, কমছে তাপমাত্রা

নিউজ ডেস্ক :: টানা দুই সপ্তাহ তীব্র গরম। এরপর বুধবার রাতে দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হয়। এর প্রভাবে বৃহস্পতিবার সকালে তাপমাত্রা কিছুটা কমে। আকাশে ছিল মেঘ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়তে থাকে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, শুক্রবারও ঝড়-বৃষ্টি হতে পারে। মে মাসের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টি বাড়তে পারে।

বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জ জেলার তাড়াশে। এ ছাড়া রংপুর ও মাদারীপুরে ১২, টাঙ্গাইলে ১১, বগুড়ায় ১০, কুড়িগ্রামের রাজারহাটে ৬, ঈশ্বরদী ও ঢাকায় ২ এবং ভোলায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিতে গরমের তীব্রতা কিছুটা কমলেও এখনও দেশের অধিকাংশ অঞ্চলে তাপদাহ বিরাজ করছে। বৃহস্পতিবারও দেশের সাত অঞ্চল ও চার বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যায়। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, বৃহস্পতিবার এবারের গ্রীষ্মকালের মধ্যে প্রথমবারের মতো কালবৈশাখী দেশের বিভিন্ন স্থান দিয়ে বয়ে গেছে। ধীরে ধীরে তাপমাত্রা কমে আসছে। আগামী ১ মে থেকে ৪ মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে।

এ সময় তাপমাত্রা কিছুটা কমে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে দেশে টানা বৃষ্টির সম্ভাবনা এখন নেই। আপাতত সামুদ্রিক ঘূর্ণিঝড়েরও আশঙ্কা নেই বলে জানান এই আবহাওয়াবিদ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: