বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন

পাটুরিয়ায় চলছে শুধু জরুরি পরিষেবার ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি :: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের সবগুলো পল্টুনে ফেরি পারাপার বন্ধ রয়েছে। শুধু একটি ঘাট থেকে জরুরি সেবার ফেরি পারাপার করা হচ্ছে। এ সময় ঘাট এলাকায় কিছু যাত্রীকে কয়েক ঘণ্টা ধরে অপেক্ষা করতে দেখা যায়।

সোমবার সকাল থে‌কে ১১টা পর্যন্ত পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের উদ্দেশে জরুরি পরিষেবার ক‌য়েক‌টি ফেরি চলাচল করতে দেখা গেছে। অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী পরিবহণ নিয়ে ফেরিগুলো চলাচল করছে। তবে যাত্রীরাও সেসব ফেরিতে উঠে পারাপারের সুযোগ নেওয়ার চেষ্টা করছেন।

এদিকে পাটুরিয়ায় ঘরমুখো যাত্রী থামাতে গতকাল রোববার থেকে নামানো হয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। জেলার তিনটি গুরত্বপূর্ণ জায়গায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের প্রবেশপথ বারোবাড়ীয়া ও শিবালয়ের টেপরা এবং হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক সড়কের ধল্লা এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছে বিজিবি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: