শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে জাতীয় জুট মিল শ্রমিকদের সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি :: জাতীয় জুটমিল সহ বন্ধ করে দেয়া ২৫টি পাটকল দ্রুত চালু ও ঈদের আগেই শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবিতে শুক্রবার (১৬ জুলাই) সকালে সিরাজগঞ্জের জাতীয় জুটমিল ১নং গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জাতীয় জুট মিল শ্রমিক- কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয় জুটমিল শ্রমিক কর্মচারী সম্বনয় পরিষদের আহব্বায়ক শ্রমিক নেতা শহিদুল ইসলাম, জাতীয় মুক্তি কাউন্সিলের আহব্বায়ক বরকতউল্লাহ, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহব্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি সভাপতি ইসমাইল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তাগন বলেন, করোনাকালীন সময়ে কারখানা বন্ধ করে দেওয়া হলেও আমাদের প্রাপ্য বকেয়া এখনো পরিশোধ করা হয়নি। এ কারণে আমাদের পরিবার পরিজনকে নিয়ে কষ্টের সঙ্গে জীবনযাপন করছি।

ঈদের প‚র্বেই শ্রমিকদের সকল পাওনা পরিশোধ ও অবিলম্বে জাতীয় জুটমিল সহ বন্ধ করে দেয়া ২৫টি পাটকল দ্রুত চালু করার দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় ঈদ পরে শ্রমিকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনাও দেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: