রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন

করোনা পরিস্থিতিতে আনন্দ-উৎসব ছাড়া ঈদের জামাত মসজিদে হবে : মেয়র খালেক

মোংলা থেকে মোঃ নূর আলম : করোনা পরিস্থিতিতে এবার আনন্দ-উৎসব ছাড়া ঈদের জামাত মসজিদে হবে। তিন ফুট দূরত্ব বজায় রেখে জামাতে দাড়াতে হবে। আমরা ভালো ছিলাম কিন্তু এখন ভালো নেই। সারা পৃথিবীতে তিন লাখ লোক মারা গেছে। দেশে তিনশো লোক মারা গেছে।

প্রতিদিন এক দেড় হাজার লোক আক্রান্ত হচ্ছে। কেউ বাড়ী থেকে বের হবেন না। মোংলার পরিবেশ নষ্ট হলে আইন-শৃংখলা বাহিনীকে দায়িত্ব নিতে হবে। ২৩ মে শনিবার সকালে মোংলায় উপজেলা প্রশাসন আয়োজিত দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইমাম-মুয়াজ্জিন-নন এমপিও শিক্ষক এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের মাঝে করোনা ও ঘূর্ণিঝড় পরবর্তি জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলেন।

শনিবার সকাল সাড়ে ১১টায় জিআর চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাহাত মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, জেলা পরিষদ সদস্য পৌর আওয়ামীলীগের সভাপতি সেখ আব্দুর রহমান, তরুন সমাজসেবক তালুকদার ইয়াসির আহমেদ, অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার প্রমূখ।

উল্ল্যেখ্য করোনা পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় আম্পান পরবর্তি মোংলায় ৬ হাজার পরিবারের মাঝে মোট ৬৪ মেঃ টন জিআর বিতরণ করা হয়। এর আগে শনিবার সকাল ১০টায় খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক মোংলা পৌর আওয়ামীলীগ আয়োজিত দলীয় কার্য্যালয়ে পবিত্র ঈদ উপলক্ষে ৮শো দুস্থ মানুষের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: