রবিবার, ০৫ মে ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা

হাতিয়া প্রতিনিধি :: দ্বীপ উপজেলা হাতিয়ায় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ২ দোকানিকে ১০০০০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সন্ধ্যা সাত ঘটিকায় হাতিয়া উপজেলার ওছখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাড়ে তিন লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির গোপন সংবাদ পেয়ে হাতিয়া উপজেলার ওছখালী বাজারে অভিযান পরিচালিত কারা হয়।

অভিযানে কানাই স্টোর এবং অথৈই এন্টারপ্রাইজ নামে দুটি প্রতিষ্ঠানকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৫ এর ২(খ) আইনে ৫০০০ টাকা করে জরিমানা করা হয়। এসময় অভিযানে কোস্টগার্ড, পুলিশ, মৎস্য কর্মকর্তা, বাজার কমিটি, স্থানীয় লোকজন উপস্থিত ছিলো।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: