শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন

হাতিয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১ শুরু

হাতিয়া প্রতিনিধি :: মুজিব বর্ষের অঙ্গিকার কৃষি হবে দুর্বার এ প্রতিপাদ্য বিষয় নিয়ে দ্বীপ উপজেলা নোয়াখালী হাতিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকাল তিন ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান । সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র কে.এম ওবায়েদ উল্লাহ বিপ্লব। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জসিম উদ্দিন এসএপিপিও হাতিয়া সহ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ইদুঁর একদিকে ফসলের ক্ষতি করে অন্যদিকে মানুষের ঘরবাড়ির বিভিন্ন প্রয়োজনীয় আসবাবাপত্র কেটে মারাত্মক ক্ষতি করে। এছাড়া ইদুঁর খাওয়ার চেয়ে বহুগুন ভাগ নষ্ট করে থাকে । কৃষি বিভাগ প্রতিবছর ইদুঁর নিধন অভিযান কার্যক্রম পরিচালনা করে থাকে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: