সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

সারিয়াকান্দিতে তিন ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের ৭ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি :: বগুড়ার সারিয়াকান্দি বাজারের সামনে তিন ফার্মেসীকে অনুমোদনহীন মেয়াদ উত্তীর্ণ, বিদেশী এবং নকল ঔষধ রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত তিন ফার্মেসীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সারিয়াকান্দি বাজারে অবস্থিত প্রবীন কুমার সাহা ফার্মেসী ,রমিছা রহমান ফার্মেসী ও রোস্তম ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ, বিদেশী এবং নকল ঔষধ রাখার নকল অপরাধে ড্রাগ আইন ১৯৪০ সালের ২৭ ধারা অনুযায়ী মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী জিস্ট্রেট দেওয়ান আকরামুল হক। এ সময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ছিলেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো শরিফুল ইসলাম মোল্লা। এ ছাড়া অভিযানে সহযোগীতায় ছিল সারিয়াকান্দি থানা পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক বলেন, ড্রাগ লাইসেন্সবিহীন ও নকল ঔষধ রাখা ফার্মেসীতে অপরাধে তাদের এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: