সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে শিশু উন্নয়ন সংস্থা’র ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন

শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি :: “মুজিব বর্ষের উপহার ক্ষুদ্র অর্থায়নে দারিদ্র্য মুক্তির অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে দারিদ্রে পিছিয়ে পড়া মানুষের মাঝে ক্ষদ্র ঋণ বিতরণ কার্যক্রম চালু করেছে শিশু উন্নয়ন সংস্থা(শিউস)।

সোমবার(২৪)অক্টোবর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হলমোড়ে শিশু উন্নয়ন সংস্থা (শিউস) এর অফিস কার্যালয়ে এ ক্ষুদ্র ঋণ বিতরণ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শিশু উন্নয়ন সংস্থা শিউস এর সভাপতি, ড. মোঃ শফিউল ইসলাম ভূঁইয়া’র সভাপতিত্বে এ ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার(নীলামারী) মোঃ আকবর আলী সরকার।

শিউস এর সাধারন পরিষদের সদস‍্য আজিম উদ্দিনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন,শিশু উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী রওশন আলম.ভাইস প্রেসিডেন্ট এম.এ রশিদ,এরিয়া ম‍্যানেজার মাসুদুর রহমান মাসুদ,কোষাধ‍্যক্ষ,ডা.নির্মল চন্দ্র বর্মণ,সাধারন পরিষদের সদস‍্য আবু সুুফিয়ান,আলমগীর হোসেন প্রমূখ.এসময় এলাকার গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিশু উন্নয়ন সংস্থা (শিউস)’র সভাপতি ড.মোঃ শফিউল ইসলাম ভূঁইয়া বলেন,দেশের অন‍্যান‍্য এনজিও গুলো যেখানে সাধারণ মানুষের মাঝে ঋণ দিতে পিছু পা হয়,শিশু উন্নয়ন সংস্থা শিউস সেখানেই ঋণ দিবে এবং এসংস্থার সকল সেবাগুলো সাধারণ মানুষের দৌরগোঁড়ায় পৌঁছে দিবে।

আলোচনা শেষে গুচ্ছগ্রামে বসবাসরত সদস‍্য সহ মোট ২২জন সদস‍্যের মাঝে ৫ লক্ষ‍‍্যাধিক টাকা ঋণ প্রদানের মাধ‍্যমে ক্ষুদ্র ঋণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: